গোপালগঞ্জের কোটালীপাড়ায় চৈতান্য ব্রজবাসী গোসাম্বী সেবাশ্রমের জায়গা দখলের চেস্টায় রাকিব দাড়িয়ার নামে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার রাতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই জায়গার ওয়ারিশ বাগান উত্তরপাড় গ্রামের অরবিন্দ হালদার। অরবিন্দ হালদার তার অভিযোগে বলেন কোটালীপাড়া উপজেলার...